প্রথমবার ফরিদ উদ্দিন ভাই পাবনা এসে বলেছিলেন বিডি ক্লিন কোন স্বেচ্ছাসেবী সংগঠন নয়। বিডি ক্লিন একটি মানসিকতা উন্নয়নের প্ল্যাটফর্ম
এ কথাটা যৌক্তিকতা কতটুকু আজকে আমি প্রমাণ করবো
আমি শাখাওয়াত কবির আমার শহরকে একসময় নোংরা করেছি। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলেছি। পরিবেশের যে কত বড় ক্ষতি করেছি আজকে আমি বিডি ক্লিন এর মেম্বার হওয়ার পরে বুঝতে পারছি। এবং আজকে আমি যত্রতত্র ময়লা ফেলি না। আমার শহর নোংরা করিনা। এটা কি আমার মানসিকতার উন্নয়ন নয়???
আরো একটু খুলে বলি। আমরা সবাই পরিবেশ টা পরিস্কার রাখতে চাই।কিন্ত সবার অসচেতনতা আমাদের ডি মোটিভেট করে ফেলে। সবাই যেখানে শহর নোংরা করছে আমি একা কখনই সেই শহর পরিস্কার রাখতে পারবনা।যতই বুলি আউরাই নিজে ঠিক থাকলল সব ঠিক।কিন্ত নিজের ঠিক থাকতে হলে ঠিক লোকের সাথেই চলাফেরা করতে হয়।আপনি যাদের সাথে চলাফেরা করেন তারা কমবেশি যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে আপনি কয়দিন ওদের শিখাবেন???
তার থেকে ভালো হয় আপনার পরিস্কার মানষিকতা নিয়ে আরো কিছু পরিস্কার মানষিকতা সম্পন্ন লোকের সাথে একযোট হয়ে কাজ করলে যাদের কিঞ্চিত হলেও বুদ্ধি আছে তারাও বদলে যাবে।
এভাবেই আমাদের মানষিকতাকে পরিস্কার রাখতে পারি।
সবাই খেয়াল করবেন বিডি ক্লিন যখন কোনো জেলায় শুরু হবে তখন হাতে গোনা মানুষ একসাথে আলোচনা করে।কিছুদিন যেতে না যেতেই সেই জেলায় সদস্য সংখ্যা বাড়তে থাকে।
কেন এরকম পরিবর্তন দেখা যায়??
কাওকে না কাওকে শুরু করতে হয়। আর আমার আপনার মতো কিছু লোক গিয়ে তাদের শুরু টা শেষ করতে সাহায্য করে।সবাই শুরু করার সাহস পায়না।যারা সাহস পায়না তারাই শুরু হওয়ার পর যোগদান করে।
আমরা যারা ৯০ এর জেনারেশন আছি(ব্যাতিক্রম উদাহরণ নয়) তারা পরিবর্তন পছন্দ করি।নতুনত্ব খুঁজি যার ফলে আমারা বেশি উন্নয়নমুলক কাজে অংশগ্রহণ করি।এর মধ্যে যারা সময়ের সাথে নিজেকে বদলাতে পারে তারাও উন্নয়নের অংশীদার হয়।
সুতরাং আমাদের সব সময় চেষ্টা থাকতে হবে সময়ের সঙ্গে নিজেকে ডেভলপমেন্ট করা এবং উন্নয়নমূলক সকল কার্যক্রমে অংশগ্রহণ করা।
বিডি ক্লিন কোন স্বেচ্ছাসেবী সংগঠন নয় যেখানে আপনি নিজের ইচ্ছায় যা কিছু করবেন এমনকি নিজের মানসিকতাকে যেকোনোভাবে এখানে ব্যবহার করতে পারবেন। বিডি ক্লিন একটা মানসিকতা উন্নয়নের প্ল্যাটফর্ম।যেখানে আপনার সুচিন্তা দিয়ে আপনার শহর এবং আপনার আশেপাশে পরিবেশকে ময়লা আবর্জনা মুক্ত করে গড়ে তুলতে পারেন।
সাখাওয়াত কবির
সদস্য পাবনা বিডি ক্লিন
(আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়, পাবনা এর স্টুডেন্ট ব্রিফিং এর কিছু অংশ)