খাই একটু লতাপাতা তাই নিয়ে এত কথা-২

গত পর্বে আমার গাঁজাখোর বন্ধুর কথা বলেছিলাম। এমনকি গত পর্বে আমি গাঁজা সেবন করাকে যৌতিকতা দিয়েছিলাম আজকে অযৌতিকতা দেখাবো।
এক সাধু কে প্রশ্ন করা হল গাঁজা কি খাওয়া যাবে কি না??
তিনি উত্তরে বললেন মানুষের মস্তিষ্ক  ও চায় সে উত্তেজিত হোক। তাই মানুষের মস্তিস্ক ঘুমের মাঝে ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে।প্রেম করার সময় উত্তেজিত থাকে। কিন্ত যত যাই করেন না কেন আমি একজন গাঁজা খোর । আমি কখনই চাইনা আমার ডাক্তার আামাকে গাঁজা খেয়ে অপারেশন করুক। আবার এও চাইব না যে আমার ড্রাইভার আমাকে উত্তেজিত অবস্থায় গাড়ি তে চড়ায়।
গাঁজার কিছু ঔষুধ গুনাগুন আছে।যেমন গা ব্যাথা হলে গাঁজা খেলে ভাল হয়। ২০২০ সালের ভেতর আমেরিকার বিজ্ঞানিরা গাজা থেকে পার্শপ্রতিকৃয়া মুক্ত ঔষুধ বের করে ফেলবে।
গাজাঁর বিচি থেকে তৈরি হাশিশ তেল বাতের ব্যাথার উপকারি।
খৃস্টান রা গাজাঁকে পবিত্র গাছ মনে করে এবং বিশ্বাস করে।
যদিও আমি ধুমপান করিনা।।আমি মনে করি গাঁজার বৈধতা দেওয়া উচিৎ।
কমেন্টে কোনো অবৈধতার কারণ দেখান।

Post a Comment

Previous Post Next Post