কিভাবে ইউনিক হবেন??

কিভাবে ইউনিক হবেন
সাখাওয়াত কবির
পৃথিবীতে প্রায় ৭ বিলিওন মানুষ বাস করে। সবাই তো আর এক না। তাইনা?? সবাই যার যার মতো।তবুও কাল সকালে একদল লোক বলবে আমি অমুকের মতো তুমি তমুকের মতো। আমিও বলি আমি তো তুমি না তুমি লইয়াই থাইকো।
তাহলে আমরা কেন এরকম শব্দ প্রয়োগ করি??
কথায় আছে ব্যাবহারে বংশের পরিচয়। আসলেই তাই এর আগেও বলেছি।  আপনি যেমন টাইপের লোকের সাথে চলাফেরা করেন আপনার এবং যাদের সাথে চলাফেরা করেন দুজনের ধ্যান ধারনা একই রকম।এক কথায় সাব-কনশাস মাইন্ড।
তাহলে আপনি আলাদা হবেন কেমন করে??
অনেক থ্যারাপি আছে আলাদা হওয়ার তার একটা আজকে এপ্লাই করার চেষ্টা করব।
থিংক আউট অফ দ্যা বক্স : এই কথাটা ছোট থেকে এ পর্যন্ত সবাই শুনেছি।যদি না শুনে থাকেন তাদের জন্য। ধরুন একদল অল্পবুদ্ধি সম্পন্ন  লোক মিটিং করছে আপনিও সেই মিটিং এ আছেন। সবাই মিলে একটা প্রস্তাব উত্থাপন করল কিন্ত আপনি যখন অন্য সবার থেকে আলাদা ভাবে ভেবে বলবেন আসলেই প্রস্তাবটা যুক্তিযুক্ত কি মা।এটাই থিংক আউট অব দ্যা বক্স। এখন এই প্রস্তাব টার কিছু ভুল ধারনা সবার সামনে তুলে ধরলেন সবাই ভাবতে শুরু করবে আপনি আলাদা।এভাবে ৫/৭ জায়গা এপ্লাই করুন দেখবেন আপনি আসলেই একজম ইউনিক ক্যারেক্টার।
তবে আপনি না চাইতেও আপনি ভুল করতে পারেন কারন আপনার সঙ্গ সঠিকটা না করে আা শেখায়। একজন গাঁজাখোর সাধু আর বিজ্ঞানির মাঝে তফাৎ এই জায়গা থেকেও আসে।
একবার আইন্সটাইনের ড্রাইভার আইনস্টাইন কে বলল আপনি প্রতিদিন বক্তৃতায় যা বলেন আমার মখুস্ত হয়ে গেছে। আইন্সটাইন বললেন তাহলে বলো দেখি।ড্রাইভর গড় গড় করে সব বলে দিলেন। আইন্সটাইন তার ড্রাইভার কে প্রস্তাব দিলেন। বললেন আগামি সভায় কেও আমাকে চেনেনা।তুমি সেখানে বক্তৃতা দেবে। আর আমি ড্রাইভার সেজে বসে থাকব। যেই কথা সেই কাজ ড্রাইভার অনর্গল বক্তৃতা দিয়ে শেষ করে ফেললেন।সবাই যখন আইন্সটাইন কে গাড়িতে তুলে দিতে আসলেন এক লোক প্রশ্ন করলেন আপনি ভরকেন্দ্র এর যে সঙ্গা টা দিলেন ওটা যদি একটু বুঝিয়ে বলতেন। আসল আইন্সটাইন বুঝলেন ড্রাইভার এর বিপদ এখন ধরা পরে যাবে তবে তিনি তাজ্জব হলেন নকল আইন্সটাইনের কথা শুনে। তিনি বললেন এইটুকুন সাধারন জিনিস বুঝলেন না।আমার ড্রাইভর কে বলুন ও বলে দেবে।
তাই বলি সৎ সঙ্গে বিরিয়ানি
অসৎ সঙ্গে বিড়ি টানি।

Post a Comment

Previous Post Next Post