আমরা ছোট থেকেই বড় হয়েছি।অনেক কিছু জেনেছি ,শিখেছি এখনও অনেক কিছু শেখার বাকি।কেও কেও বুড়া হয়ে গেল তবুও তারা বলে তারা কিছুই শেখেনি।
আমার বয়স যখন ৮ তখন গেমিংয়ে খুব ইন্টারেস্ট ছিল খুব গেম খেলতাম। সেই থেকে লেটেস্ট টেকনোলোজির সাথে পরিচয়। যখন ক্লাস ৯ এ তখন আমার এক ক্লাসমেট এন্ড্রোয়েড চালাতো সাল টা ২০১৫ তখনও হাতে হাতে এন্ড্রোয়েড আসেনাই। আমার বন্ধু আমাকে আরেক বন্ধুর ফোন দিয়ে বলল শেয়র ইট টা অন করে রিসিভ করতে। আমার মধ্যেকার অনুভুতি টা তখন ছিল
আমি যখন কম্পিউটার এ গেম খেলতাম তখন ওরা কম্পিউটার চিনেইনা। কিন্ত আজ আমি এন্ড্রোয়েড এর মতো সহজ একটা OSম্যানেজ করতে পারছিনা।
"ধারনাই ছিলনা"।
অন্য আরেকটা ঘটনা বলি
আমার নানু বাড়ি যমুনা নদীর পাশে। বলে রাখা ভাল আমি যেদিন প্রথম সাতার করি তখন আমার বয়স ১৩। অর্থাৎ ১৩ বছর বয়সে আমি সাতার শিখেছি কারন আশেপাশে তেমন পরিবেশ ছিলনা। আমার ধারনা ছিল যেহেতু আমার নানু বাড়ি নদী এলাকায় সেহেতু আমার মামত বোনও হয়ত সাতার জানে। কিন্ত আমার মামাত বোন আমাকে সেইদিন অবাক করল যেদিন শাপলা তুলতে গিয়ে ওকে নৌকা থেকে ফেলে দেয়ার পর গলা অবধি পানি পান করে।
আমার ধারনা ভুল প্রমানিত হলো।
আমার বয়স যখন ৮ তখন গেমিংয়ে খুব ইন্টারেস্ট ছিল খুব গেম খেলতাম। সেই থেকে লেটেস্ট টেকনোলোজির সাথে পরিচয়। যখন ক্লাস ৯ এ তখন আমার এক ক্লাসমেট এন্ড্রোয়েড চালাতো সাল টা ২০১৫ তখনও হাতে হাতে এন্ড্রোয়েড আসেনাই। আমার বন্ধু আমাকে আরেক বন্ধুর ফোন দিয়ে বলল শেয়র ইট টা অন করে রিসিভ করতে। আমার মধ্যেকার অনুভুতি টা তখন ছিল
আমি যখন কম্পিউটার এ গেম খেলতাম তখন ওরা কম্পিউটার চিনেইনা। কিন্ত আজ আমি এন্ড্রোয়েড এর মতো সহজ একটা OSম্যানেজ করতে পারছিনা।
"ধারনাই ছিলনা"।
অন্য আরেকটা ঘটনা বলি
আমার নানু বাড়ি যমুনা নদীর পাশে। বলে রাখা ভাল আমি যেদিন প্রথম সাতার করি তখন আমার বয়স ১৩। অর্থাৎ ১৩ বছর বয়সে আমি সাতার শিখেছি কারন আশেপাশে তেমন পরিবেশ ছিলনা। আমার ধারনা ছিল যেহেতু আমার নানু বাড়ি নদী এলাকায় সেহেতু আমার মামত বোনও হয়ত সাতার জানে। কিন্ত আমার মামাত বোন আমাকে সেইদিন অবাক করল যেদিন শাপলা তুলতে গিয়ে ওকে নৌকা থেকে ফেলে দেয়ার পর গলা অবধি পানি পান করে।
আমার ধারনা ভুল প্রমানিত হলো।
সব ধারনাই যে সঠিক হবে তা কিন্ত না। আবার আপনার ধারনায় কি নাই সেটাও আপনি জানেন না।
সুতরাং পুরোপুরি ধারনা নিয়ে কথা বলা উচিৎ।ধারনা ছারা কথা বলা উচিৎও না।তা না হলে সন্মানের ছিটেফোটাও থাকবেনা।
#ভুল_মানুষই_করে
সুতরাং পুরোপুরি ধারনা নিয়ে কথা বলা উচিৎ।ধারনা ছারা কথা বলা উচিৎও না।তা না হলে সন্মানের ছিটেফোটাও থাকবেনা।
#ভুল_মানুষই_করে
Hmmmm dstoooo akdom thik bolco
ReplyDelete