আসলেই কী তাই??

আসলেই কী তাই??
সাখাওয়াত কবির

জীবনটা সবারই বেদনা।তাই বলে বেদনা করে ত আর রাখা যায় না।সুখ দুঃখ মিলিয়ে জীবন চলে।
তবে আমার মনে হয় জীবন টা কে যদি অন্যরকম করে দেখি তাহলে কিন্ত জীবনটা সহজ হয়ে যেতে পারে। অর্থাৎ রেজিস্ট্রর থাকবে রেজিস্ট্যান্স থাকবে না।
যারা পড়ছেন
সবার জীবনেই আপ এন্ড ডাউন থাকে। জাউরা থেকে ঘুষখোর। ফকির থেকে কটিপতি সবারই থাকে।
প্রবলেমের যেন শেষ নাই। ২ মাস পর বেতন পাইলেন??  খুব খুশি?? যে একমাস পান নাই সে মাসে যে ধার করে চললেন তার খেয়াল আছে??
এই সমস্যা কারো জীবনে বেশি কারো জীবনে কম।
আমরা কম বেশি সবাই মোড়ল ও কাঠুরের গল্প টা জানি।গল্পে যা আছে  আসলেই কী তাই??
এমনও তো হতে পারত মোড়ল সুখি আর কাঠুরিয়া র দুঃখী জীবন!!
ছোট দের গল্প না বললে যেন খেতেই চায়না।
কত রকম গল্প!! আর যদি হয় ভুতের গল্প তাহলে ত কথাই নেই।আর তারা এতটাই দুর্বল হয়ে পরে যে  ভুতের ভয় দেখিয়ে যেন তাদের দিয়ে এভারেস্ট জয় করান ও সম্ভব।
একবার ভাবুন ত যদি আমাদের ভুতের ভয় না দেখাত তাহলে আজকে আামদের ভয় টা কি নিয়ে থাকত??  মাইর ছারা কিছুই না
তেমনি আপনি যদি সমস্যায় পড়েন তাহলে পরিচিত গল্প গুলো মনে পরে যায় নয়ত।  মাথার মধ্যে আন ইউজুয়াল চিন্তা ঘুরপাক খায়।
সুতরাং প্রবলেম থাকবেই সেটা নিয়ে ভয় না পেয়ে সলিইশন বের করাই বুদ্ধিমানের কাজ হবে
একটা ছোট্ট গল্প লিখে শেষ করতে চাই
( এখানে " গল্প বলে শেষ করতে চাই "লিখতে পারতাম পাব্লিক উইল সে সাখাওয়াত কি আামদের শোনাচ্ছে নাকি পরাচ্ছে??)
কোনও এক দেশে একজন জাদুকর ছিল একটা সময়ে তিনি ক্যারিয়ারের তুঙ্গে। তিনি যেকোনো তালা কোন চাবি ছাড়াই খুলে শেই বন্দি জায়গা থেকে বেড় হয়ে আসতেন। পুরা রাজ্যের লোকের মুখে মুখে তার জাদুর সুনাম।
একবার ওই রাজ্যের এক বন্দিশালা থেকে তাকে চ্যালেন্জ করা হলো তাদের দাবি জাদুকর ঔ বন্দিশালা থেকে বের হতে পারবেন না।জাদুকর ও চ্যালেন্জ গ্রহন করলেন । একদিন ধার্য করা হলো মিডিয়া,ব্লগার,ভ্লগার,সাধারন জনতা সবাই আছে  জাদুকরকে জেলে ঢোকানো হলো  এরপর সবাই বের হয়ে আসলেন এবং বাইরে অপেক্ষা করতে লাগলেন। যদিও ১৫ মিনিটে বের হয়ে আাসার কথা থাকলেও ৩ ঘন্টায়ও বের হতে পারলেন না।এরপর বন্দিশালার রক্ষকগন গিয়ে চাবি ছাড়া তালা টা খুলে অনায়াসে বের করে নিয়ে আসলেন কারন তালাটা আটকানোই ছিলনা।যে তালা আগে থেকেই খোলা সে তালা আর খুলবে কেমন করে??
সুতরাং আনইউজুয়াল চিন্তা করে সময় নস্ট না করে ইউজুয়াল চিন্তা করুন।হয়ত সমস্যার সমাধান হয়েই আছে। আবার সব সমস্যার সমাধান করা থকেনা করে নিতে হয়

Post a Comment

Previous Post Next Post