প্রতারনা

প্রতারনা
সাখাওয়াত কবির

ঠকানো, প্রতারনা,ঠকবাজ,প্রতারক একই কথা।
আমরা কম বেশি সবাই ভাবি  বহুকাল আগে প্রতারকের সংখ্যা কম ছিল। তাই আজকের প্রতারক রা বিলাপ করে।।
উদাহরনে প্রতারনা বিষয়টা  কম বেশি সকল মানুষের মধ্যে  আছে।কেও করে মজা পায়, কারও সার্থ হাসিল হয়,কােও পরিস্থিতিতে করে।
ধরন যাই হোক সবই প্রতারনা।
কেও কেও আবার ঠকাতে গিয়েও ঠকে যায়।
মা তার সন্তানকে পড়তে বলল সন্তান পড়তে গেল। আর হলো কী?? বই ছাড়া সবাাই জানে তিনি পড়ছেন।অর্থাৎ আমরা কাউকে ঠকালে নিজেরা যে ঠকছি তা কেওই বুঝিনা।
ঠকবাজ দের চেনার উপায় অনেক আছে। এর মধ্যে
দেখবেন প্রথম দেখায় যারা পরিচিত হয়।তারাই এই ধরনের সমস্যার মূল। যদিও ব্যাতিক্রম কিছু মানুষ থাকে যারা বিরক্ত করতে পারে কিন্ত ঠকাতে পারেনা।খেয়াল করে চলতে হয় সেসব জায়গা।
আবার কিছু ঠকবাজ আছে যারা পরিস্থিতিতে ঠকবাজ হয়। এটা অন্তত বাংলাদেশের জাতীয় ঠকানোর ওয়ে। কিছুদিন প্রেমের পর অনেক লোকের বাসার লোক টের পেয়ে যায়।ঘুষ খেয়ে কাজ হাসিল করতো না পারায়  অনেকের বড় সাহেব অফিসেই আসেননি। 
তবে  একজন আরেকজনের কাছে ঠকবাজ হলে আদৌও  যে একজন আরেকজনের ভালর জন্য  তা করেছে এমনও হতে পারে।
সুতরাং এইরকম বিষয়ে সুযোগ পেলে কারন টা জানার চেস্টা করা উচিৎ।
ঠকালে ঠকতে হয়।ঠকবাজের বুদ্ধি কমে,যে ঠকে সে জ্ঞানি হয়
খুব খেয়াাল।সামনে গর্ত পেছনে শেয়াল

Post a Comment

Previous Post Next Post