হৃস্তিষ্ক

মস্তিস্ক বস্তটা কতটা দরকার তা সকলেই জানি।তবে কার লাগবে তার খেয়াল রাখিনা।
হয়ত সবারই জানা আছে মস্তিস্ক বিকাশের সময় কনসিয়াস মাইন্ডে যা সেভ হয় তারই ইফেক্ট পরবর্তিতে প্রকাশ পায়।
আচার আচরন, আদব,শিষ্টাচার সবকিছুই।
একবার আপনার সন্তানের কথা ভেবে দেখুন তার কি হতে চলেছে।
মনে করুন,
ওয়াইফের সাথে সপ্তাহে ৫ দিন ঝগড়া লেগেই থাকে। আর সেটা করছেন আপনার বারন্ত বাচ্চার সামনে।
পরিবেশ দূষন করছেন আপনার সন্তানের সামনে।
ঘুষ নিচ্ছেন আপনার সান্তানের সামনে।
অনমানবিক কাজও করছেন। কী ভাবলেন। ওর অবস্থা কি হবে বুঝতে পারছেন??
আবার বাচ্চা দের মুখ খুলতেই দেননা।কারন উল্টাপাল্টা কথা বলতে পারে। বলি দাদা ওদেরও বয়স বেড়েছে।বোবার চিউকার শুনবেন কেমন করে।আসলে ব্যাপারটা তা নয়।আমরা যখন ছোট ছিলাম কিছুই বুঝতাম না আপনারাই তখন শিখিয়েছেন কিভাবে হাটতে হয়।কিভাবে কথা বলতে হয়, তাই আজও আমরা সেই অবুঝই রয়ে গেলাম আপনাদের কাছে। যদি জন্মের পর আপনাদের থেকে দুরে থাকতাম আর কথা বলার মতো সুযোগ থাকত। তাহলে বলতেন বাহ ভালো বুদ্ধি ত তোমার। কিন্ত যে বড় করে তুলেছে তিনি বলতেন বুদ্ধি না ছাই খালি এটা ওটা করে।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
যেহেতু ঘটনা ঘটেনি তার মানে এটা সম্ভব না।
সম্ভম হবে কিছু নিয়মের মাধ্যমে
যখন আপনার কথা বলবেন তখন তদেরকেও বলার সুযোগ দিন।মতামত জানুন এবং বিচার করুন।
তাদের সাথে আপনার জ্ঞান শেয়ার করুন।
যা শেখানো হয়। তাই শেখার বিষয়।
মূল্যদিন মূল্য পাবেন
মস্তিস্ক এবং হৃদয় এক করার চেষ্টা করুন। তাহলে সুস্থ হৃস্তিস্ক পাবেন
(আপনার মূল্যবান কমেন্ট করার জন্য অপেক্ষায় রইলাম)

Post a Comment

Previous Post Next Post